সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বিভিন্ন সংস্থার সদর দপ্তর

?১। UNDP এর সদর দপ্তর= নিউইয়র্ক
?২। জাতিসংঘের সদর দপ্তর= নিউইয়র্ক
?৩। CIA এর সদর দপ্তর= ভার্জিনিয়া
?৪। OIC এর সদর দফতর= জেদ্দা
?৫। IRRI-এর সদর দপ্তর= ফিলিপাইন (লস ব্যানোস)
?৬। সার্কের সদর দপ্তর=নেপাল (কাঠমুন্ডু)
?৭। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর= ব্রাসেলস
?৮। NATO এর সদর দপ্তর= ব্রাসেলস
?৯। ‘UNESCO’ এর সদর দপ্তর= প্যারিসে
?১০। WIPO এর সদর দপ্তর=জেনেভা
?১১। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে র সদর দপ্তর=বার্লিন,জার্মানি।
?১২। আন্তজার্তিক রেডক্রস এর সদর দপ্তর= জেনেভা।
?১৩। এশীয় উন্নয়ন ব্যাংকের ্জ দফতর=ম্যানিলা
?১৪। ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দফতর= জেদ্দা
?১৫। World Bank এর সদর দপ্তর=ওয়াশিংটন
?১৬। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর= হেগ
?১৭। IMF এর সদর দপ্তর= ওয়াশিংটন ডিসি
?১৮। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় – হোয়াইট হল
?১৯। PLO এর সদর দপ্তর= রামাল্লা, ফিলিস্তিন
?২০। IAEA এর সদর দপ্তর=ভিয়েনা
?২১। WHO এর সদর দপ্তর=জেনেভা
?২২। FAO এর সদর দপ্তর=রোম আউটসাইড নলেজ
?২৩। BIMSTEC এর সদর দপ্তর= ঢাকা
?২৪। ‘সিরডাপ’ (CIRDAP) এর সদর দপ্তর =ঢাকা
?২৫। NAM এর সদর দপ্তর=সদর দপ্তরবিহীন
?২৬। G-8 এর সদর দপ্তর=সদর দপ্তরবিহীন
?২৭। UNIDO এর সদর দপ্তর=ভিয়েনা
?২৮। ICJ ( International Court of Justice) এর সদর দপ্তর=হেগ
?২৯। OPCW (Organisation for the Prohibition of Chemical Weapons) এর সদর দপ্তর= হেগ আউটসাইড নলেজ
?৩০। OPEC এর সদর দপ্তর= ভিয়েনা
?৩১। WTO এর সদর দপ্তর= জেনেভা।
?৩২। WLO এর সদর দপ্তর= জেনেভা
?৩৩। ILO-এর সদর দফতর= জেনেভা।
?৩৪। ইউএন উইমেন (UN Women) এর সদর দপ্তর=নিউইয়র্ক
?৩৫। জাতিসংঘের বিশেষ সংস্থা ইফাদ (IFAD) এর সদর দপ্তর= রোম
?৩৬। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর= লন্ডন
?৩৭। ইন্টারপোল সংস্থার সদর দপ্তর= লিও আউটসাইড নলেজ
?৩৮। IDA ( Int’l Development Association) এর সদর দপ্তর= ওয়াশিংটন ডিসি আউটসাইড নলেজ
?৩৯। UNICEF এর সদর দপ্তর= নিউইয়র্কে
?৪০। UNCTD এর সদর দপ্তর= জেনেভা
?৪১। ITU (Int’l Telecommunication Union) এর সদর দপ্তর= জেনেভা
?৪২। AFP এর সদর দপ্তর= প্যারিস, ফ্রান্স।
?৪৩। AP এর সদর দফতর= নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
?৪৪। রয়টার্সের সদর দপ্তর= লন্ডন, ব্রিটেন।
?৪৫। CNN (Cable News Network) এর সদর দফতর= আটলান্টা, জর্জিয়া(যুক্তরাষ্ট্র)
?৪৬। কমনওয়েলথ এর সদর দফতর=লন্ডন
?৪৭। D-8 (Developing 8) এর সদর দফতর=ইস্তাম্বুল, তুরস্ক
?৪৮।UNU (United Nation University)= টোকিও, জাপান।
?৪৯। ফিফার (FIFA) সদর দপ্তর= জুরিখ, সুইজারল্যান্ড
?৫০। আইসিসি এর সদর দপ্তর=দুবাই, (ইউনাইটেড আরব আমিরাত)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনি জানেন কি

বিভিন্ন চাকুরির পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বিভিন্নদেশে পার্লামেন্টের নাম। এই টপিক থেকে বিসিএস থেকে শুরু করে ব্যাংক, প্রাইমারি স্কুল টিচার, সহকারি জন, এটিও ইত্যাদি পরিক্ষায় নিয়মিত প্রশ্ন এসে থাকে। তাহলে আর দেরি না করে আজই এগুলো শিখে ফেলুন। 1. চীনের আইন সভার নাম – কংগ্রেস। 2. ইসরাইলের আইন সভার নাম – নেসেট। 3. জাপানের আইন সভার নাস – ডায়েট। 4. বাংলাদেশের আইন নাম- জাতীয় সংসদ। 5. সুইডেনের আইন সভারনাম – রিক্সড্যাগ। 6. মঙ্গোলিয়ার আইন সভার নাম – থুরাল। 7. আফগানিস্তানের আইন সভার নাম – শূরা। 8. ডেনমার্কের আইন সভার নাম – ফোকেট। 9. ভারতের আইনি সভার নাম – লোকসভা বা রাজ্যসভা। 10. তাই্ওয়ানের আইন সভার নাম – উয়ান। 11. যুক্তরাজ্যের আইন সভার নাম – পার্লামেন্ট। 12. নেপালের আইন সভঅর না্স – কংগ্রেস বা পঞ্চায়েত। 13. মালয়েশিয়ার আইন সভার নাম – মজলিস। 14. রাশিয়ার আইন সভার নাম – সুপ্রিম সোভিয়েত অ্যাসেম্বলি। 15. স্পেনের আইন সভার নাম – ক্রেটস। 16. তুরস্কের আইন সভারনাম – গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি। 17. ইরানের আইন সভঅর নাস – মজলিস। 18. আয়ারল্যান্ডের আইন সভার নাম – ডেল আয়ারম্যূা

দেখে নিন কে কিসের জনক

☞ ইন্টারনেটের জনক - ভিন্টন গ্রে কার্ফ। তথ্য রকি বাবু অক্টোবর ২০১৭  ☞ ই মেইলের জনক - র্যায়মন্ড স্যামুয়েল টমলিনসন। ☞ মাইক্রোসফটের জনক - বিল গেটস। ☞ www-এর জনক - টিম বার্নাস লি। ☞ মোবাইল ফোনের জনক - মার্টিন কুপার। ☞ গুগলের জনক - সার্জেই বিন। ☞ ফেসবুকের জনক - মার্ক জুকারবার্গ। ☞ টুইটারের জনক - জ্যাক ডোরসেই। ☞ ই বুকের জনক - মাইকেল এস হার্ট। ☞ সিডি এর জনক - নোরি ও ওগো। ☞ কম্পিউটার মাউসের জনক – ডগলাস এঙ্গেলবার্ট। ☞ আধুনিক ল্যাপটপের জনক - বাল মেগারিজ। ☞ সার্চ ইঞ্জিনের জনক - এলান এমটাজ। ☞ ডিজিটাল ক্যামেরার জনক – স্টিভেন জে সিসোন। ☞ ATM-এর জনক - জন শেফার্ড ব্যারন। ☞ উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা - জিমি ওয়েলস।     #   ফেসবুক এর জনক?→ মার্ক জুকারবার্গ ♥  আর রকি বাবু কিসের জনক হয়তো আপনার তা জানেন,,, 

অজানা তথ্যগুলোকে সহজেই জেনে নেই।

১। প্রশ্নঃ বিশ্বে ইন্টারনের চালু হয় কখন ? উত্তরঃ ১৯৬৯ সালে। ২। প্রশ্নঃ বাংলাদেশে ইন্টারনের চালু হয় কখন ? উত্তরঃ ১৯৯৬ সালে। ৩। প্রশ্নঃ ইন্টারনেটের জনক কে ? উত্তরঃ ভিনটন জি কার্ফ । ৪। প্রশ্নঃ WWW এর অর্থ কি ? উত্তরঃ World Wide Web. ৫। প্রশ্নঃ WWW এর জনক কে ? উত্তরঃ টিম বার্নাস লি । ৬। প্রশ্নঃ ই-মেইল এর জনক কে ? উত্তরঃ রে টমলি সন। ৭। প্রশ্নঃ ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে? উত্তরঃ এলান এমটাজ । রকি বাবুু সময়ে একধাপ এগিয়ে ৮। প্রশ্নঃ Internet Corporation For Assiged Names And Number – ICANN এর প্রতিষ্টা কবে? উত্তরঃ ১৮ সেপ্টেম্বর ১৯৮৮ সালে ( সদর দপ্তর ক্যালিফোর্নিয় ) ৯। প্রশ্নঃ ইন্টারনেট জগতের প্রথম ডোমেইনের নাম কি ? উত্তরঃ ডট কম । ১০। প্রশ্নঃ কম্পিউটার নির্মাতা প্রতিষ্টান সিম্বোলিকস ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন ডট কম রেজিস্ট্রেশন করে কবে ? উত্তরঃ ১৫ মার্চ ১৯৮৫ সালে । ১১। প্রশ্নঃ ইন্টারনেট ব্যাবহারকারী শীর্ষদেশ কোনটি ? উত্তরঃ প্রথম-চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র ১২। প্রশ্নঃ বহু জনপ্রিয় ওয়েব ব্রাউজার ( Web Browser ) কি কি? উত্তরঃ Opera, Mozilla, Internet Explorer, Rock Melt, Google Chromr. ১৩। প