সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মোবাইল এর কিছু অজানা তথ্য জেনে নিন

মোবাইল ব্যবহার করছেন, তবুও কিছু তথ্য হয়ত আপনার এখনও অজানা  রয়ে গেছে ।


যদি আপনার নিজের নাম্বার কোনো কারণে মনে না আসে, কিংবা যে নাম্বার দিয়ে ইন্টারনেট ব্যবহার করছেন সে সিমের নাম্বার জানেননা বা ভুলে গেছেন, মোবাইল এ ব্যালেন্স নেই, কাওকে ফোন করে জিজ্ঞাস  করার সুযোগও নেই, অনেকদিন ধরে সিম ইনেকটিভ হয়ে থাকতে পারে, কার্ডও নেই যে রিচার্জ করে তথ্য জেনে নিবেন, যদি এমন পরিস্থিতিতে আপনার নাম্বার জানা খুব জরুরি হয় তবে নিচের নাম্বার টি ডায়াল করুন আর নির্দেশনাগুলো জেনে নিন ।  এর মাধ্যমে আপনি নিজের ব্যবহারকৃত মোবাইলটির কিছু তথ্য ছাড়াও অন্যান্য অপারেটর গুলোর কিঞ্চিত তথ্য সম্পর্কেও জানতে পারবেন ।  এতে করে  নিজের নাম্বার দেখা, ব্যালেন্স চেক করা, রিচার্জ করা, কাস্টমার কেয়ার সম্পর্কিত তথ্যগুলো  অনায়াসেই আপনার হাতের মুঠোয় থাকবে।



আপনি যদি গ্রামীনফোন ব্যবহার করে থাকেন

নিজের নাম্বার জানতে  *১১১*৮*২#

নিজের নাম্বার জানতে  *২#

ব্যালেন্স জানতে  *৫৬৬#

রিচার্জ  করতে *৫৫৫* গোপন নাম্বার #

কাস্টমার কেয়ার : ১২১ এ ফোন দিয়ে ১ প্রেস করে ০

অন্য অপারেটর  থেকে গ্রামীন ফোন কাস্টমার কেয়ার  ০১৭১১-৫৯৪৫৯৪



আপনি যদি বাংলালিংক  ব্যবহার করে থাকেন

নিজের নাম্বার জানতে  *৫১১#
নিজের নাম্বার জানতে  *৬৬৬#

ব্যালেন্স জানতে  *১২৪#

রিচার্জ  করতে *১২৩* গোপন নাম্বার #

কাস্টমার কেয়ার : ১২১ অথবা ২১২

যে কোনো অপারেটর  থেকে বাংলালিংক কাস্টমার কেয়ার ০১৯১১-৩০৪১২১



আপনি যদি এয়ারটেল  ব্যবহার করে থাকেন

 নিজের নাম্বার জানতে  *১২১*৬*৩#

ব্যালেন্স জানতে  *৭৭৮#

রিচার্জ  করতে *৭৮৭* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার : ৭৮৬

অন্য অপারেটর  থেকে এয়ারটেল কাস্টমার কেয়ার ০১৬৭৮৬০০৭৮৬

আপনি যদি রবি ব্যবহার করে থাকেন

নিজের নাম্বার জানতে  *১৪০*২*৪#

ব্যালেন্স জানতে  *২২২#

রিচার্জ  করতে *১১১* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার : কাস্টমার কেয়ার : ১২৩ এ ফোন দিয়ে ১ প্রেস করে ০

যেকোনো  অপারেটর  থেকে রবি  কাস্টমার কেয়ার ০১৮১৯৪০০৪০০



আপনি যদি টেলিটক ব্যবহার করে থাকেন

নিজের নাম্বার জানতে মেসেজ অপশনে লিখুন TAR পাঠিয়ে দিন ২২২ নাম্বারে

ব্যালেন্স জানতে  *১৫২#

রিচার্জ  করতে *১৫১* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার : ১২১

যেকোনো  অপারেটর  থেকে টেলিটক  কাস্টমার কেয়ার ০১৫৫-০১৫৭৭৫০ থেকে ৬০



জিএসএম প্রযুক্তি সম্বলিত না হওয়ায়  সিটিসেল এ ইউএসএসডি সার্ভিস নেই, তবুও কিঞ্চিত তথ্য জেনে নিতে পারেন সিটিসেল সম্পর্কে ।

আপনি যদি সিটিসেল ব্যবহার করে থাকেন


নিজের নাম্বার জানতে কিংবা যেকোনো বিষয়ে সহযোগিতার জন্য মেসেজ অপশনে লিখুন Help পাঠিয়ে দিন ২২৫৫ নাম্বারে,  কাস্টমার কেয়ার এক্ষিকিউটিভ আপনাকে ফোন করবে তাকেই জিজ্ঞাসা  করা ছাড়া আর কোনো উপায় নেই, তবে একটি কার্ড রিচার্জ করেও জেনে নিতে পারেন, অথবা আপনার রিম এর পেছনে লিখা সিরিয়াল নাম্বার গুলো কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ এর নিকট জানাতে পারলে তারা আপনাকে আপনার নাম্বারটি বলতে পারবে, এছাড়া সিটিসেল এর আর কোনো নির্ভরযোগ্য পদ্ধতি নেই নিজের নাম্বার জানার বা দেখার ।

ব্যালেন্স জানতে বা দেখতে  *৮৮৭  ডায়াল

ব্যালেন্স শুনতে  *৮১১  ডায়াল 

রিচার্জ  করতে *৮৮৮  ডায়াল

কাস্টমার কেয়ার : ১২১

যেকোনো  অপারেটর  থেকে সিটিসেল  কাস্টমার কেয়ার ০১১৯৯-১২১১২১

তথ্য গুলো অনেকের জানা থাকতে পারে, আবার অনেকের অজানা ।  সাধারণত যে যে অপারেটর ব্যবহার করেন শুধু সে সম্পর্কে  জানেন, অন্য অপারেটর সম্পর্কে ধারণা কম থাকে, তাই কাউকে কোনো তথ্য দিয়ে সহযোগিতা খুব একটা করা হয়না, আশা করি এ টিউন এর মাধ্যমে আপনি তার কিছুটা হলেও জানতে ও করতে পারবেন।


উপকারে আসলেই কিঞ্চিত চেষ্টা সার্থক হবে, মন্তব্য ও পরামর্শ দিতে ভুলবেননা ।

রকি বাবু      সময়ে এক ধাপ এগিয়ে  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনি জানেন কি

বিভিন্ন চাকুরির পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বিভিন্নদেশে পার্লামেন্টের নাম। এই টপিক থেকে বিসিএস থেকে শুরু করে ব্যাংক, প্রাইমারি স্কুল টিচার, সহকারি জন, এটিও ইত্যাদি পরিক্ষায় নিয়মিত প্রশ্ন এসে থাকে। তাহলে আর দেরি না করে আজই এগুলো শিখে ফেলুন। 1. চীনের আইন সভার নাম – কংগ্রেস। 2. ইসরাইলের আইন সভার নাম – নেসেট। 3. জাপানের আইন সভার নাস – ডায়েট। 4. বাংলাদেশের আইন নাম- জাতীয় সংসদ। 5. সুইডেনের আইন সভারনাম – রিক্সড্যাগ। 6. মঙ্গোলিয়ার আইন সভার নাম – থুরাল। 7. আফগানিস্তানের আইন সভার নাম – শূরা। 8. ডেনমার্কের আইন সভার নাম – ফোকেট। 9. ভারতের আইনি সভার নাম – লোকসভা বা রাজ্যসভা। 10. তাই্ওয়ানের আইন সভার নাম – উয়ান। 11. যুক্তরাজ্যের আইন সভার নাম – পার্লামেন্ট। 12. নেপালের আইন সভঅর না্স – কংগ্রেস বা পঞ্চায়েত। 13. মালয়েশিয়ার আইন সভার নাম – মজলিস। 14. রাশিয়ার আইন সভার নাম – সুপ্রিম সোভিয়েত অ্যাসেম্বলি। 15. স্পেনের আইন সভার নাম – ক্রেটস। 16. তুরস্কের আইন সভারনাম – গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি। 17. ইরানের আইন সভঅর নাস – মজলিস। 18. আয়ারল্যান্ডের আইন সভার নাম – ডেল আয়ারম্যূা

দেখে নিন কে কিসের জনক

☞ ইন্টারনেটের জনক - ভিন্টন গ্রে কার্ফ। তথ্য রকি বাবু অক্টোবর ২০১৭  ☞ ই মেইলের জনক - র্যায়মন্ড স্যামুয়েল টমলিনসন। ☞ মাইক্রোসফটের জনক - বিল গেটস। ☞ www-এর জনক - টিম বার্নাস লি। ☞ মোবাইল ফোনের জনক - মার্টিন কুপার। ☞ গুগলের জনক - সার্জেই বিন। ☞ ফেসবুকের জনক - মার্ক জুকারবার্গ। ☞ টুইটারের জনক - জ্যাক ডোরসেই। ☞ ই বুকের জনক - মাইকেল এস হার্ট। ☞ সিডি এর জনক - নোরি ও ওগো। ☞ কম্পিউটার মাউসের জনক – ডগলাস এঙ্গেলবার্ট। ☞ আধুনিক ল্যাপটপের জনক - বাল মেগারিজ। ☞ সার্চ ইঞ্জিনের জনক - এলান এমটাজ। ☞ ডিজিটাল ক্যামেরার জনক – স্টিভেন জে সিসোন। ☞ ATM-এর জনক - জন শেফার্ড ব্যারন। ☞ উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা - জিমি ওয়েলস।     #   ফেসবুক এর জনক?→ মার্ক জুকারবার্গ ♥  আর রকি বাবু কিসের জনক হয়তো আপনার তা জানেন,,, 

অজানা তথ্যগুলোকে সহজেই জেনে নেই।

১। প্রশ্নঃ বিশ্বে ইন্টারনের চালু হয় কখন ? উত্তরঃ ১৯৬৯ সালে। ২। প্রশ্নঃ বাংলাদেশে ইন্টারনের চালু হয় কখন ? উত্তরঃ ১৯৯৬ সালে। ৩। প্রশ্নঃ ইন্টারনেটের জনক কে ? উত্তরঃ ভিনটন জি কার্ফ । ৪। প্রশ্নঃ WWW এর অর্থ কি ? উত্তরঃ World Wide Web. ৫। প্রশ্নঃ WWW এর জনক কে ? উত্তরঃ টিম বার্নাস লি । ৬। প্রশ্নঃ ই-মেইল এর জনক কে ? উত্তরঃ রে টমলি সন। ৭। প্রশ্নঃ ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে? উত্তরঃ এলান এমটাজ । রকি বাবুু সময়ে একধাপ এগিয়ে ৮। প্রশ্নঃ Internet Corporation For Assiged Names And Number – ICANN এর প্রতিষ্টা কবে? উত্তরঃ ১৮ সেপ্টেম্বর ১৯৮৮ সালে ( সদর দপ্তর ক্যালিফোর্নিয় ) ৯। প্রশ্নঃ ইন্টারনেট জগতের প্রথম ডোমেইনের নাম কি ? উত্তরঃ ডট কম । ১০। প্রশ্নঃ কম্পিউটার নির্মাতা প্রতিষ্টান সিম্বোলিকস ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন ডট কম রেজিস্ট্রেশন করে কবে ? উত্তরঃ ১৫ মার্চ ১৯৮৫ সালে । ১১। প্রশ্নঃ ইন্টারনেট ব্যাবহারকারী শীর্ষদেশ কোনটি ? উত্তরঃ প্রথম-চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র ১২। প্রশ্নঃ বহু জনপ্রিয় ওয়েব ব্রাউজার ( Web Browser ) কি কি? উত্তরঃ Opera, Mozilla, Internet Explorer, Rock Melt, Google Chromr. ১৩। প