সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কমন সেন্স সম্পর্কে জানতে নিচের প্রশ্ন গুলো উওর দিন

১) যদি উত্তর দিক থেকে বাতাস বইতে থাকে তাহলে গাছের চীনাবাদাম কোন দিকে পড়বে?

ক) দক্ষিণ দিকে
খ) মাটিতে
গ) উত্তর দিকে
ঘ) চীনাবাদাম গাছে ধরে না

২) গড়ে একজন পূর্ণবয়স্ক মানুষের কয়টি জন্মদিন থাকে?

ক) ৫৬ টি
খ) ১ টি
গ) ৮৪ টি

৩) কয়টি মাসে ২৮ দিন থাকে?

ক) ১ টি
খ) ৫ টি
গ) ১২ টি

৪) একজন ব্যক্তি যদি ইন্ডিয়ায় থাকেন তাকে কি বাংলাদেশে কবর দেয়া যাবে?

ক) না
খ) হ্যাঁ

৫) যদি ‘রেড হাউজ’ লাল রঙের ইট দিয়ে তৈরি, ‘ব্লু হাউজ’ নীল রঙের ইট দিয়ে তৈরি হয় তাহলে গ্রীন হাউজ কি দিয়ে তৈরি?

ক) সবুজ রঙের ইট দিয়ে
খ) কাঁচ দিয়ে
গ) কাঠ দিয়ে তৈরি

৬) এক গাঁয়ে একতলা বাড়িতে এক মহিলা বাস করেন। তার গোলাপি রঙ খুব পছন্দ। তার সবকিছুতেই গোলাপি, তার সব পোশাক গোলাপি, তার ঘরের সব কিছুর রঙ গোলাপি এমনকি তার পোষা বিড়ালের লোমও গোলাপি। তাহলে তার সিঁড়ির রঙ কি?

ক) গোলাপি
খ) সাদা
গ) তার বাড়িতে সিঁড়ি নেই

৭) অন্ধকার এভারগ্রীন গাছের বন, যেখানে আলো ঢোকে না একেবারেই। এমন একটি বনে খুব জোরে বাতাস বইছে তাহলে গাছের পাতা কোথায় পড়বে?

ক) উড়ে চলে যাবে
খ) মাটিতে পড়বে
গ) এভারগ্রীন গাছে পাতা নেই

সঠিক উত্তর:

১) ঘ) চীনাবাদাম গাছে ধরে না। চীনাবাদাম গাছে ধরে না, চীনাবাদাম মাটির নিচে হয়।
২) খ) ১ টি। একজন মানুষ যতো বছরই বাঁচুক না কেন তার জন্মদিন একটিই থাকে, পরিবর্তন হয় না।
৩) গ) ১২ টি। প্রতিটি মাসেই ২৮ দিন থাকে।
৪) ক) না। ইন্ডিয়ায় থাকা মানুষটি এখনো মারা যান নি যে আপনি তাকে কবর দিতে চাইবেন
৫) খ) কাঁচ দিয়ে। গ্রীন হাউজ কাঁচ দিয়েই তৈরি করা হয়।
৬) গ) তার বাড়িতে সিঁড়ি নেই। একতলা বাড়িতে সিঁড়ি থাকে না।
৭) গ) এভারগ্রীন গাছে পাতা নেই। এভারগ্রীন গাছে পাতা হয় না।
রকি বাবু & সময়ে একধাপ এগিয়ে 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনি জানেন কি

বিভিন্ন চাকুরির পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বিভিন্নদেশে পার্লামেন্টের নাম। এই টপিক থেকে বিসিএস থেকে শুরু করে ব্যাংক, প্রাইমারি স্কুল টিচার, সহকারি জন, এটিও ইত্যাদি পরিক্ষায় নিয়মিত প্রশ্ন এসে থাকে। তাহলে আর দেরি না করে আজই এগুলো শিখে ফেলুন। 1. চীনের আইন সভার নাম – কংগ্রেস। 2. ইসরাইলের আইন সভার নাম – নেসেট। 3. জাপানের আইন সভার নাস – ডায়েট। 4. বাংলাদেশের আইন নাম- জাতীয় সংসদ। 5. সুইডেনের আইন সভারনাম – রিক্সড্যাগ। 6. মঙ্গোলিয়ার আইন সভার নাম – থুরাল। 7. আফগানিস্তানের আইন সভার নাম – শূরা। 8. ডেনমার্কের আইন সভার নাম – ফোকেট। 9. ভারতের আইনি সভার নাম – লোকসভা বা রাজ্যসভা। 10. তাই্ওয়ানের আইন সভার নাম – উয়ান। 11. যুক্তরাজ্যের আইন সভার নাম – পার্লামেন্ট। 12. নেপালের আইন সভঅর না্স – কংগ্রেস বা পঞ্চায়েত। 13. মালয়েশিয়ার আইন সভার নাম – মজলিস। 14. রাশিয়ার আইন সভার নাম – সুপ্রিম সোভিয়েত অ্যাসেম্বলি। 15. স্পেনের আইন সভার নাম – ক্রেটস। 16. তুরস্কের আইন সভারনাম – গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি। 17. ইরানের আইন সভঅর নাস – মজলিস। 18. আয়ারল্যান্ডের আইন সভার নাম – ডেল আয়ারম্যূা

অ্যান্ড্রয়েড এর কিছু গুরুত্বপূর্ণ সিকিউরিটি কোড

অ্যান্ড্রয়েড ফোন এর জন্য রয়েছে অনেক সিক্রেট কোড যা আমরা অনেকেই জানিনা। এই কোড গুলো ব্যবহার করে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন এর বিভিন্ন সেটিংস্‌ পরিবর্তন, ফোনে বিভিন্ন টেস্ট পরিচালনা করতে পারবেন। তো চলুন দেখে নিই কিছু সিক্রেট কোড। ROCKY BABU &&  One step ahead at the time *#06# –  IMEI নাম্বার প্রদর্শন করবে। *2767*3855# –   ফ্যাক্টরি রিসেট কোড ( ফোনের সব ডাটা ডিলিট হয়ে যাবে ) *#*#4636#*#* -   ফোন এবং ব্যাটারি সংক্রান্ত তথ্য। *#*#273282*255*663282*#*#* -   সকল মিডিয়া ফাইল ব্যাক আপ করার কোড। *#*#197328640#*#* –  সার্ভিস  টেস্ট মোড কোড। *#*#1111#*#* –   FTA সফটওয়্যার ভার্সন । *#*#1234#*#* –    PDA এবং firmware ভার্সন। *#*#232339#*#* –   Wireless LAN টেস্ট কোড। *#*#0842#*#* –   ব্যাক লাইট ও ভাইব্রেসন টেস্ট কোড। *#12580*369# -   সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইনফর্মেশন। *#*#2664#*#* –    টাচ স্ক্রীন টেস্ট কোড। *#9900# –  সিস্টেম ডাম্প মোড। *#9090# – ডায়াগনস্টিক কনফিগারেশন। *#*#34971539#*#* –  ক্যামেরা ইনফর্মেশন। *#872564# –    ইউএসবি লগিন কন্ট্রোল। *#301279#

বর্তমান মন্ত্রীপরিষদ

রকি বাবু অক্টোবর ২০১৭ প্রধান মন্ত্রী = শেখহাসিনা ( গোপালগন্জ্ঞ ) ★ আবুল মাল আব্দুল মুহিত = অর্থমন্ত্রী ( সিলেট ) ★ আমির হোসেন আমু = শিল্পমন্ত্রী ( ঝালকাঠি ) ★আসাদুজ্জামান নুর = সংস্কৃতি বিষয়ক মন্ত্রী (নীলফামারী) ★ তোফায়েল আহমেদ = বানিজ্যমন্ত্রী ( ভোলা ) ★বেগম মতিয়া চৌধুরী = কৃষিমন্ত্রী ( শেরপুর ) ★ মোহাম্মদ নাছিম = স্বাস্থ্য ও পরিবার কল্যান ★সৈয়দ আশরাফুল ইসলাম (কিশোরগঞ্জ) = জনপ্রশাসন মন্ত্রী ★খন্দকার মোশাররফ হোসেন (ফরিদপুর) = স্হানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ★ রাশেদ খান মেনন (ঢাকা) = বেসামরিক বিমানও পর্যটন মন্ত্রী ★অধ্যাক্ষ মতিউর রহমান = ধর্মমন্ত্রী ★আ.ক.ম মোজাম্মেল = মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ★মোহাম্মদ ছায়েদুল হোসেন = মত্স্যও প্রানীসম্পদ মন্ত্রী ★মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক = বস্ত্র ও পাটমন্ত্রী ★ওবাইদুল কাদের = সড়ক ও পরিবহনও সেতুমন্ত্রী ★হাসানুল হক ইনু = তথ্য মন্ত্রী ★ আনিসুল ইসলাম মাহমুদ = পানি সম্পদ মুন্ত্রী ★ আনোয়ার হোসেন = পরিবেশ ও বন মন্ত্রী ★নরুল ইসলাম নাহিদ = শিক্ষা মুন্ত্রী ★শাজাহান খান = নৌ পরিবহনমন্ত্রী ★ আনিসুল হক = আইনওবিচার সংসদ বিষয়ক মন